I just love to learn from him, he is Amazing as a teacher.
স্যার ক্লাসের প্রথম দিন বলেছিলেন যে, এরকম ক্লাস আপনারা কখনো করেননি কোথাও এই কোর্স শেষ এ আপনারা এমনটাই বলবেন। ক্লাস শেষ হওয়া অব্দি অপেক্ষা করার আসলে প্রয়োজনই পড়ল না। কয়েকটি ক্লাস করেই বলছি এত অসাধারণ ক্লাস করার অভিজ্ঞতা আমার এর আগে হয়নি। শামিম স্যার অসাধারণ একজন শিক্ষক তার পড়ানোর ধরণ অন্যদের থেকে অন্যরকমই শুধু নয় তার জ্ঞানের গভীরতাও মুগ্ধ করার মত। নতুন কত কিছু যে জানলাম। একাডেমিক রাইটিং এর যে একটা নির্দিষ্ট ধরণ এবং ভাষা আছে তা জানলাম এবং শিখলাম। আশা করছি পুরো কোর্স শেষে নিজেকে সমৃদ্ধ করতে পারব। স্যার আপনার সুস্বাস্থ্য এবং সার্বিক সাফল্য কামনা করছি।
Enrolling me in the writing course with this exceptional teacher is my best decision in my life. It was an absolute delightful for me. His teaching method is nothing short of brilliant – a perfect blend of passion and expertise. The way of teaching was both enlightening and effective. I wholeheartedly recommend him for his outstanding ability to make class an inspiring journey of my self-improvement.
Excellent poran,,,vaiyar poranor style tai alada,,,love u vaiya❤️❤️ Allah apnak a sustoh rakuk sob somay,,,
In our country, the process of academic writing is not taught properly in Educational institutions . if you really want your academic writing to be standard, the courses provided by shameem bhai are really recommended.
অন্য কোথাও এত ভালো মেথডে পড়াতে দেখিনি। জিনিয়াস টিচার ❤️❤️❤️❤️। I Love him.
অসাধারণ একজন মানুষ, দুর্দান্ত পড়ার স্টাইল,ইংরেজির জানার মাঝেও নানান অজানা জিনিস, আর চোখ বন্ধ করে মুখস্থ করা বিষয়ের আসল রহস্য ,কোনো কিছু আয়ত্ত করার সঠিক পদ্ধতি জানতে হলে শামীম ভাই তাদের জন্য।
আমি আজকে ই প্রথম শামীম স্যার এর স্পোকেন ইংলিশ সেমিনার করলাম।শামীম স্যার এর পড়ানোর ধরন অন্যরকম। আমি অন্য কোথাও এভাবে পড়ি নাই। আপনার শেখানোর মেথড অসাধারণ । ❤️❤️
Genius teacher. I love him 😍
শামীম ভাই যে মেথডে পড়ান, আমি অন্য কোথাও এভাবে পড়ি নাই। আপনার শেখানোর মেথড অসাধারণ ভাই। ❤️
আমি প্রায় ৪ বছর ধরে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদের আমার নিজের কোচিং-এ ইংরেজি পড়াই।এর মধ্যে আমার মনে হলো কিভাবে আরও সহজ , সাবলীল এবং নির্ভুল ভাবে বাচ্চাদের শুধু সাবজেক্ট নয় , ভাষা হিসেবে কিভাবে ইংরেজি শেখানো যায় সেইসকল মেথড জানা বা নিজেকে ব্রাশ-আপ করা দরকার।সিদ্ধান্ত নিলাম শামীম ভাইয়ের ফাউন্ডেশন-ইংলিশ কোর্স করার এবং এখন নিয়মিত ক্লাস করতেছি। এখন ইংরেজি শেখানোর যে নানা ধরনের মেথড আমার আগে জানা ছিল সেগুলো নিছক ভুল পদ্ধতি মনে হয়। এতো দারুণ আনন্দদায়ক ভাবেও যে ইংরেজি শেখানো যায়! আগে জানা ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছি এর পরে রাইটিং ব্যাচেও ক্লাস করার। আরেকটা কথা না বল্লেই নয় , অনেক কোর্স কেনার পরেও ক্লাসে নিয়মিত থাকা অনেক কস্টের হয়ে যায় , বোরিং লাগে কিন্তু শামীম ভাইয়ের ক্লাসে কোন ক্লান্তি আসে না। আমি আমার ছাত্রছাত্রীদের কে উনার কোর্স রেফার করি যারা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। এই ব্যাচেও আমার সাথে আমার দুইজন ডিরেক্টর স্টুডেন্ট ক্লাস করে। তারাও আপনার পড়ানোর স্টাইলে সন্তুষ্ট। Take a bow❤️❤️
পড়াশোনা শেষ করে বা উচ্চ ডিগ্রি অর্জন করলেই কোন ব্যক্তির শিক্ষকতা করার যোগ্যতা চলে আসে না। বর্তমানে হাজার হাজার শিক্ষক আছেন অফলাইনে বা অনলাইনে। কিন্তু যোগ্য শিক্ষক খুবই কম, যারা শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায় এবং কোন বিষয়ে পরিক্ষাতে পাশের জন্যে নয় বরং শেখার জন্যে পড়ায়। শামীম স্যার হচ্ছেন ভিন্নধর্মী শিক্ষকদের একজন। উনার মূল উদ্দেশ্য শিক্ষার্থীকে চিন্তা করতে শেখানো। এর আগে অনেক শিক্ষকের কাছে পড়েছি যার সবটাই ছিল ময়না পাখির বুলি আওরানোর মতো। কিন্তু স্যারের কাছে একই বিষয় শিখেছি ভিন্নভাবে নতুন আঙ্গিকে । সামান্য টেনসের সঙ্গাটাও ভূল জানা ছিলো, আর এটা সত্যি যে স্যারের কাছে না পড়লে এই ভূল গুলো জানতেই পারতাম না । শামীম স্যারের রাইটিং কোর্সে ক্লাস করেছি। ফানডেশন ইংলিশ কোর্স এখনো কনটিনিউ করছি। রাইটিং ইংলিশ কোর্স ভর্তি হয়ে ইংরেজি লেখার সকল বিষয় ভালোভাবে জানতে পেরেছি। আমরা সব সময়ই ফ্রি হান্ড রাইটিং বলে থাকি কিন্তু ইংরেজি সহ কোন ভাষায় নিয়ম না জেনে, না শিখে একাডেমিক রাইটিং লেখা সম্ভব নয়। স্যারের কাছ থেকেই শিখেছি কীভাবে প্যারাফ্রেজিং করতে হয়, কীভাবে আর্গোমেন্টেটিভ রাইটিং লিখতে হয়। শেখা ও জানার জন্যে শামীম স্যারের কোর্স গুলো অনেক বেশি ফলপ্রসূ ।আমার মনে হয় যাদের শেখার ইচ্ছা আছে, তাদের কোন দ্বীধা ছাড়াই স্যারের কোর্স গুলোতে ভর্তি হওয়া উচিত।
বাংলাদেশের সুনামধন্য বিসিএস কোচিং সেন্টারে কোচিং করেও,ইংরেজি বেসিক স্ট্রং করতে পারিনি। শামীম হোসেন ভাইয়ের ক্লাস করে এখন বেসিক মোটামুটি ক্লিয়ার।
Shameem Sir's all the courses especially the English courses, I would say, are totally a game-changer! Sir brilliantly teaches English basics while uncovering hidden insights. Each lesson is clear, engaging, and covers everything. You may find many books in the market or many courses on YouTube but you can't find the way how Shameem Sir gives the idea of English. You'll just LOVE it, I can ensure! Highly recommended for English language enthusiasts! 🌟
স্যারের পড়ানোর ধরনটা অভিনব কারণ স্যার, ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার মধ্যে সমঝোতাটা কোন জায়গায় সেখানে দৃষ্টিপাত করে একটা ভাষাকে কিভাবে সহজে আয়ত্ত করা যায় সেটায় গুরুত্ব দেয়।তারজন্য আমাদের পাঠ্যক্রমে যা যা পড়েছি সেগুলো সহ ইংরেজি শিখার জন্য বহুল পরিচিত বাইরের বইগুলোর একটা সমন্বয় করে লেকচার শিট প্রদান করেন যেটা একজন ছাত্র হিসাবে আমাকে অনেক সাহায্য করে। তাছাড়া নিয়মিত লাইভ ক্লাসে জয়েন করার জন্য স্যারের কঠোরতা,, এসাইনমেন্ট করা সহ,, স্যারের অনান্য দিকনির্দেশনা আমাকে অনেক আশাবাদী করেছে।
শামীম ভাই এর ইংরেজী পড়ানোর স্টাইল গতানুগতিক ধারার শিক্ষকদের চেয়ে অত্যন্ত ব্যতিক্রম । অল্প সময়ে সহজ কৌশল ব্যবহার করে কোন বিষয় বুঝানো হয় । কোন বিষয় বুঝানোর ক্ষেত্রে তার মূলে গিয়ে ভেঙে ভেঙে তার বিষয়বস্তু সম্পর্কে পরিস্কার ধারণা দেওয়া হয় । বিশেষভাবে উল্লেখ্য, পড়ানোর সময় যে সমস্ত রেফারেন্স বইয়ের নাম উল্লেখ করা হয় বা পড়তে বলা হয় এই বিষয়টি অন্যান্য ইংরেজী শিক্ষকদের মধ্যে দেখা যায় না । ইংরেজী শেখা মানে শুধু গ্রামার শেখা নয়- ভাষায় প্রয়োগ, ভাষার ব্যহার শেখা যে অতন্ত গুরুত্বপূর্ণ এছাড়া তার প্রচুর বই পড়া, বই নিয়ে (একাডেমিক, ফিকশন, নন- ফিকশন) তার প্রচুর জানাশোনা, বিভিন্ন বইয়ে ইংরেজী ভাষার ব্যবহার, তার নিজস্ব ফিলোসফি ইত্যাদি বিষয় তার ক্লাসে এবং Youtube এ তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি । উক্ত বিষয়গুলোর কারণে তিনি গতানুগতিক ধারার অন্যান্য ইংরেজী শিক্ষকদের চেয়ে ব্যতিক্রম এবং এগিয়ে আছেন ।
শামীম হোসেন স্যারের শেখানো ও বুঝানোর ধরন এক কথায় অসাধারণ।আগে টেন্সের যে বিষয় গুলো কঠিন লাগতো এখন স্যার সেগুলো অনেক সহজ ভাবে স্বল্প সময়ে বুঝিয়েছেন। সবে ৩টি ক্লাস করেছি মাত্র বাকি ক্লাস গুলোতে আরো অনেক কিছু শিখতে ও জানতে পারবো ইনশাআল্লাহ।
শামীম ভালো পড়ান৷ সবে তিনটে ক্লাস করেছি৷ এতো দীর্ঘ ক্লাসে কখনো বিরক্তি আসেনি। তার পড়ানোর কৌশল আমার ভালো লেগেছে। পুরো কোর্স করে রিভিউ লিখব আবার আশা করি।
স্যার এর বোঝানো এক কথায় অতুলনীয়। স্যার এর ২ ঘন্টার ক্লাস এর সময় কোথায় দিয়ে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না। স্যার এর টপিক গুলো আমার কাছে ম্যাজিক এর মতো মনে হয়, ভাবতেই অবাক লাগে আগে টেন্সের যে টপিকগুলো কঠিন লাগতো আর সেগুলো এখন স্যার এর ম্যাজিকের মাধ্যমে সহজ হয়ে গেছে। আমার কাছে স্যার বেস্ট একজন শিক্ষক। পরিশেষে আবারো বলতে চাই স্যার এর বোঝানো অতুলনীয়।
আমি এখন পর্যন্ত স্যারের তিনটি ক্লাস করেছি।টেন্স নিয়ে আমার অনেক সমস্যা ছিলো।স্যারের ক্লাস করার পর টেন্স নিয়ে ধারণা অনেক ক্লিয়ার হয়েছে।স্যারের পড়ানোর ধরণ অনেক স্বতস্ফূর্ত।৯/১০ - প্রমিতা