Mohiminur Rahman
May 24, 2025ভালো শিক্ষক তিনিই, যিনি শিক্ষার্থীর ভেতরটাকে জাগ্রত করে দিতে জানেন। শামীম ভাই--- উনার পড়ানোর ধরণে যেকোনো আগ্রহী শিক্ষার্থীই মুগ্ধ হতে বাধ্য। উনার জ্ঞান শুধু ইংরেজিতে সীমাবদ্ধ নয়; জীবনবোধ, দর্শন, রাজনীতি আরও অনেক কিছু। উনার সহবতে শেখার আগ্রহ বাড়বেই, and you will find yourself in a better version than previous---my own experience. উনার সংস্পর্শে আসার পর থেকে একদিনের জন্যও পড়াশোনার প্রতি আমার আনীহা বা বিরক্তি জাগেনি। আরও ভালো ভাবে বললে, কখনো মনে হয়নি যে পড়ছি; অথচ পড়ার টেবিলেই দিন-রাত চলে গিয়েছে। এই কাজটা ভাই অনেক ভালো জানেন। আর আমার কাছে মনে হয়, একজন শিক্ষার্থীর জন্য এর চেয়ে বড় ম্যাজিক্যাল আর কিছুই হতে পারে না। উনি আমার কাছে জাদুকর; He is a touch-stone to me. Lots of respect and love to you and your knowledge, sir!
MD Shakil Islam
May 24, 2025ফিলোসোফারদের শুনলে হয় কি আমরা একই জিনিস আরও অনেক ভাবে যে দেখা যেতে এইটা ফিল করতে পারি আমরা। এইটা আমাদের মধ্যে চিন্তার সঞ্চার ঘটায়, ভাবতে শেখায়। এইযে আলাদা ভাবে ভাবতে পারা এইটাই কাউকে আলাদা মানুষ বানায় বলে আমার বিশ্বাস। মূলত উনার কোনো একটা ভিডিও দেখে উনার চিন্তার প্রতি এতো আগ্রহ বাড়ে যে ভোর ৪ টার পর থেকে টানা ৩-৪ ঘণ্টা না ঘুমিয়ে টানা উনার অনেক গুলো আলোচনা শুনি!!আমার আসলে ভিন্ন ভিন্ন চিন্তা খুব টানে।
আমি বিশ্বাস করি মানুষের কথা শুনলে বুঝা যায় যে আসলে কত বই পড়ছে। বাকি সবার থেকে আলাদা হতে হলে আমাদের আলাদা পড়তে হয়, জানতে হয়। উনি যে অনেক পড়ছেন, অনেক জানেন এইটা দুই মিনিট শুনলেই বুঝা যায়। আমি মূলত উনার ফিলোসোফি, চিন্তার ফ্যান।
এছাড়াও আপনি পাবেন সাহিত্য, ইতিহাস, পলিটিক্স এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে এক আলাদা ভিউ। কিন্তু এসবের মধ্যে ইংরেজি কোথায়? এ সকল কিছু যখন আপনি ইংরেজির সাথে মেশাবেন তখন এর স্বাদটা কেমন হবে এইটা আপনি টেস্ট না করা পর্যন্ত ফিল করতে পারবেন না। এবং আপনি এইটা কখনোই পাননি খুব খুব সম্ভবত। আপনাকে স্বাগতম সে স্বাদে❤️
আরেকটু সহজ করে বললে আপনি কি লিখবেন এইটা মূলত নির্ভর করে আপনি কি চিন্তা করতেছেন, করতে পারছেন তার উপর। আপনাকে এ সকল কিছু চিন্তার সঞ্চার যোগাবে এইটা আমি বিশ্বাস করি।
Shaila Sharmin Jeba
May 24, 2025ভাইয়ার কাছে না পড়লে হয়তো কখনই জানতাম না কিভাবে এক বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করা যায়! ভাইয়ার পড়ানোর ধরণ গতানুগতিক ধারার থেকে পুরোপুরি ভিন্ন। মাশাল্লাহ,তুলনাহীন ভালো।অবশ্যই, আপনার পড়ার পাশাপাশি চিন্তার জগতেরও একটা বিরাট পরিবর্তন আসবে। শুভকামনা রইল।
Sadia Anne
May 24, 2025অসাধারণ একজন শিক্ষক তার কথা শুনতেই অসাধারণ লাগে। আর ইংরেজি শিক্ষক হিসেবে উনার মত গুনী একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার।
Asadullah Khalid
May 24, 2025বাংলাদেশে আগামী ৫০ বছরে যদি একজন বুদ্ধিজীবীর উপর বাজি রাখতে বলা হয় তাহলে আমি শামীম ভাইয়ের উপর বাজি রাখবো | গতানুগতিক ধারা থেকে ব্যতিক্রম ধারায় তিনি লেকচার দিয়ে থাকেন | ইংরেজি বিষয়ে তাঁর দক্ষতা অসাধারণ—গ্রামার হোক, শব্দভাণ্ডার হোক কিংবা স্পোকেন ইংলিশ—সব কিছুতেই তিনি দারুণ দক্ষ।He not only teaches the English language, he also teaches the philosophy of the language. ক্লাসে তিনি শুধু বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকেন না, বরং আমাদের নানা বিষয়ে জানার সুযোগ করে দেন।শুধু ইংরেজি নয়, ইতিহাস ও রাজনীতিতেও তাঁর জ্ঞান অনেক গভীর|
শুধু পড়া না, উনি আমাদের ইতিহাস আর রাজনীতি নিয়েও গল্প করেন—তবে সেই গল্পগুলো কেবল গল্প না। ওখানেই থাকে রেফারেন্স, থাকে বিশ্লেষণ, থাকে critical thinking শেখার সুযোগ।রাজনীতির নানা বিষয়—দেশি বা আন্তর্জাতিক—নিয়ে তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন। তিনি শুধু মত দেন না, বরং রেফারেন্স, যুক্তি ও বিশ্লেষণ দিয়ে আমাদের ভাবতে শেখান।কোনো বিষয়কে একপিঠে বলেন না। সব দিক দেখান, মতামত শুনেন, আর encourage করেন আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করতে।শামীম ভাই শুধু ইংরেজির শিক্ষক না, একজন চিন্তার শিক্ষক। এমন শিক্ষক পাওয়া সত্যিই blessing.
ABodrul Huda Jayed
January 2, 2025শামীম ভাই বয়সে আমার অনেক ছোট। কিন্তু পড়ালেখার দিক থেকে যোজন যোজন এগিয়ে। উনি পড়ুয়া মানুষ সেটা তো অনেকেই জানেন। আর ওনার জানা বিষয়গুলো অত্যন্ত প্রাঞ্জলভাবে ক্লাসে উপস্থাপন করতে পারেন। কোন একটা বিষয়ের অবতারণা করলে উনি খুব চমৎকার সব উদাহরণ টানতে পারেন। বিশেষ করে আমাদের জাতীয় জীবনের প্রটাগনিস্টদের বিভিন্ন প্রয়োজনে চিত্রিত করেন নিখুঁত শিল্পীর মতো। এভাবে আলোচনা, গল্প, আড্ডা, বকা, ঝাড়ি মিলিয়ে সময় যে কীভাবে চলে যায় তা টেরই পাওয়া যায় না। আপনি নতুন নতুন কোর্স আনুন। আপনার সাথে যুক্ত থাকতে চাই।
Nadim Hossain
January 17, 2025Writing is not only just a course but also an insight of our thoughts. First and foremost, You have to know how to write,think and express your feelings. Secondly, Honorable Sir-- genius and fantastic teacher-- forces us with care to start writing--specially I love it. In addition, If you, with several formats, would like to learn writing, you are cordially requested to join this course.
Finally, I am really glad to be a part of this writing journey. Alhamdulillah. I am really happy to learn expressing my feelings as to any topics.
In a word, Honorable Shameem Hossen Sir is an amazing teacher. This is one of my best courses - that I have ever done- in my life.
May Allah bless you,Sir. Assalamualikum
Samia Tasnir
January 17, 2025আমি ভর্তি হয়েছি আপনার গল্প শুনার জন্য। Yup. It's true. তবে অনলাইনে যে কেউ এতো সুন্দর করে পড়াতে পারে তা জানতাম না। দুই/আড়াই ঘন্টা মনোযোগ ধরে রাখা স্পেশালি আমাদের জেনারেশনের যাদের কিনা প্রতি মিনিটেই ডোপামিনের দরকার হয়, এটা সহজ কাজ না। কিন্তু আপনি এই কাজটা সফলতার সাথে করেছেন। আপনার দর্শন-কথাগুলো বেশি ভালো লাগতো যেটা পরে বন্ধ করে দিয়েছেন😑
Arifur Rahman
October 4, 2023শামীম ভাই এর ইংরেজী পড়ানোর স্টাইল গতানুগতিক ধারার শিক্ষকদের চেয়ে অত্যন্ত ব্যতিক্রম । অল্প সময়ে সহজ কৌশল ব্যবহার করে কোন বিষয় বুঝানো হয় । কোন বিষয় বুঝানোর ক্ষেত্রে তার মূলে গিয়ে ভেঙে ভেঙে তার বিষয়বস্তু সম্পর্কে পরিস্কার ধারণা দেওয়া হয় । বিশেষভাবে উল্লেখ্য, পড়ানোর সময় যে সমস্ত রেফারেন্স বইয়ের নাম উল্লেখ করা হয় বা পড়তে বলা হয় এই বিষয়টি অন্যান্য ইংরেজী শিক্ষকদের মধ্যে দেখা যায় না ।
ইংরেজী শেখা মানে শুধু গ্রামার শেখা নয়- ভাষায় প্রয়োগ, ভাষার ব্যহার শেখা যে অতন্ত গুরুত্বপূর্ণ এছাড়া তার প্রচুর বই পড়া, বই নিয়ে (একাডেমিক, ফিকশন, নন- ফিকশন) তার প্রচুর জানাশোনা, বিভিন্ন বইয়ে ইংরেজী ভাষার ব্যবহার, তার নিজস্ব ফিলোসফি ইত্যাদি বিষয় তার ক্লাসে এবং Youtube এ তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি । উক্ত বিষয়গুলোর কারণে তিনি গতানুগতিক ধারার অন্যান্য ইংরেজী শিক্ষকদের চেয়ে ব্যতিক্রম এবং এগিয়ে আছেন ।
Sazzad M. Islam
December 25, 2024I have always struggled with my writing, and when it comes to writing in English, the problem gets worse. Despite easily passing the preliminary exams of various job recruitment tests, I repeatedly fail in the Written Part. Therefore, I was looking for a course that could improve my English writing skills and boost my confidence. I came across advertisements from different instructors, but none of them seemed convincing to me. However, after seeing Shamim Sir’s advertisement, I felt I could genuinely learn something valuable.
The difference between other courses and Shamim Sir’s course is that while others teach how to construct isolated sentences, they might not teach how to generate ideas and organize a complete piece of writing. At least, that’s the impression I got from the advertisements and course outlines. Where others show you individual trees, Shamim Sir teaches you how to create an entire garden.
Although the course fee is slightly higher, it’s a worthwhile investment. This course takes your confidence in English writing to a whole new level. I haven’t secured a job yet, so I don’t have an identity or credibility to certify this course. But I am confident that I won’t fail any written exams in the future.
If you are facing difficulties with written English, this course is made just for you.
##I am a student of Written English Batch -06##
Rahman Towhid Nitu
November 28, 2024Undoubtedly, one of his signature courses is Writing English. You will definitely be amazed by his teaching methods as well as his insightful knowledge of the topics. You will be encouraged to understand how things usually happen. He is truly a gem—a philosopher and a friend rather than just a teacher. This course will open a new era, enlightening your unquenchable quest for knowledge.
Mahmudul Hasan Shovo
December 25, 2024প্রচলিত একটা কথা আছে " ভালো জিনিস একটু দেরিতে আসে"। কথাটার প্রমাণ পেয়েছি শামীম স্যারের রাইটিং কোর্সে ভর্তি হওয়ার পর। আপনার ক্লাস যত করি ততো ভালো লাগে। সাথে সাথে আফসোসও হয় যে, আগে যদি কোর্সটা করতাম তাহলে একাডেমিক লাইফে আর ভালো কিছু করতে পারতাম। যদিও ভর্তির সময় সন্দেহ ছিলো "২০ ক্লাসে" রাইটিং কি আদেও সম্ভব? কিন্তু দ্বিতীয় ক্লাসে এসে আমার ঘোর কেটে যায়। স্যারের একটা ক্লাস এবং লেকচার শীট যে পরিমাণ পড়া আছে তা দুই তিন দিনেও শেষ করতে পারা যায় না।
আমার জব প্রিপারেশনের সব কোর্স অনলাইনে নেওয়া, কিন্তু স্যারের ক্লাস করলেও কখনও মনে হয় না যে আমি অনলাইনে ক্লাস করছি। আর আপনি যে ভাবে ক্লাসে সব কিছু উপাস্থাপন করেন এবং সবকিছু দর্শন বা বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে পড়ান তা অনলাইন জগতে আর নাই। অনলাইনে শিক্ষক তো অনেকই আছে, কিন্তু আমার কাছে আপনি অন্যতম সেরা শিক্ষক। আপনার মতো একজন মেন্টর বা গুরু সবার জীবনেই দরকার। আল্লাহ আপনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুক এবং আপনার জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে দিক (আমিন)।
Re'ahsan Tousif
January 18, 2025আমি স্যারের ফাউন্ডেশন ব্যাচ শেষ করার পর পর-ই রাইটিং ব্যাচে ভর্তি হই; তার সকল লাইভ ক্লাস-ই উপস্থিত ছিলাম আমি, যার ফলে দীর্ঘ এই যাত্রায় আমার দারুন এক অভিজ্ঞতা হয়েছে। আজ রাইটিং কোর্স শেষ হলো সুতারং আপাতত এই কোর্স এর অল্প কিছু অভিজ্ঞতার কথাই ব্যক্ত করবো।
রাইটিং এর একটা পার্ট আছে যেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং সেটা স্যার যখন আমাদের পড়িয়েছিলেন, আমি রীতিমতো অবাক হই যে ইংরেজি বুঝি এভাবে ও পড়ানো যায়?
ক্লাস টা সে শুরু করে বনলতা সেন কবিতাটির বিশ্লেষণ করার মধ্য দিয়ে এবং শেষ করেন To helen কবিতা বিশ্লেষণের মধ্য দিয়ে। আমরা যারা সাহিত্য পছন্দ করি তাদের জন্য এই ক্লাস রীতিমতো স্বর্গীয় ছিল কিন্ স্বাভাবিকভাবেই অনেকেই তো পছন্দ করেন না সাহিত্য। অনেকেই প্রশ্ন করলো এইগুলোর সাথে ডেসক্রিপটিভ রাইটিং এর সম্পর্ক কী??
স্যার তাদের জানালেন বাপু এটা তো ছিল ডেসক্রিপটিভ রাইটিংয়ের ওপর ইন্ট্রডাক্টরি ক্লাস, আসল ক্লাস তো কাল। যখন সে পরের ক্লাস একাডেমিক ভাবেই নোট ও শিট সব মিলিয়ে পড়িয়ে ও সম্পূর্ণ বুঝিয়ে দিলেন, যারা সেই সাহিত্যের বিশ্লেষণের ক্লাসে প্রশ্ন করেছিলেন, যে এটার সাথে এটার কী সম্পর্ক। তারাই সর্বপ্রথম অবাক হলেন, কেননা স্যার আমাদের পড়িয়েছিলেন একটি ভালো লেখায় তেল মারা যাবে না (just for kidding) অর্থাৎ কোনো কিছুর বর্ণনায় সরাসরি এডজাক্টিভ (Adj) ব্যবহার না করে বরং ভার্ব (V) অথবা নাউন (Noun) কে সেই এডজাক্টিভ (Adj) এর আসনে বসিয়ে, এডজাক্টিভের কাজটা তাদের দিয়ে করাতে পারলে সেটা একটা ভালো লেখা হিসেবে গণ্য করা হয়ে থাকে। তো এইযে বনলতা সেন কবিতা পড়ে থাকেন সেখানে দেখবেন বনলতা সেন কে নিয়ে যত বর্ণনাই ওই কবিতায় দেওয়া হয়েছে সবই নাউনের অথবা ভার্বের ব্যবহার করে দিয়েছে।
যেমন ধরুন- "মুখ তার শ্রাবস্তীর কারুকার্য", এইখানে শ্রাবস্তী কিন্তু একটি নগরীর নাম এবং এই নগরী বিখ্যাত ছিল নগরীতে করা নিখুঁত কারুকার্য এর জন্য। খেয়াল করে দেখুন এইখানে একটি নগরীর নাম অর্থাৎ নাউন দিয়েই এডজাক্টিভ এর আসন পূর্ণ করেছে ( এখানে একটি নগরীর নাম দিয়েই তার গুণ প্রকাশ করা হয়েছে ) যে বনলতা সেনের মুখ দেখে কবির মনে হলো তার মুখ নিখুঁত ভাবে সৃষ্টি করা হয়েছে কোথাও কোনো ত্রুটি নেই। তো আমাদের ও যেকোনো ডেসক্রিপটিভ রাইটিংয়ে সরাসরি এডজাক্টিভ ব্যবহার করা থেকেই বিরত থাকতে হবে যদি লেখা ভালো করতে চাই।
আসলে সেই ইন্ট্রডাক্টরি ক্লাস টাই মেরুদন্ড ছিল ডেসক্রিপটিভ রাইটিং শেখার জন্য এইভাবে প্রাকটিক্যালি দেখানোর ফলেই হয়তো এগুলো আমার মনে গেঁথে গেছে, তার প্রত্যেক টা ক্লাস-ই বিষয় বস্তু গুলো নিয়ে এমন গভীর আলোচনা মাধ্যমেই, গোড়া থেকেই মজবুত করতো। শুধু এটাই মাত্র এইটুকুই নয়, রাইটিংয়ের সব বিষয়ের ওপরেই স্যার ক্লাস নিয়েছে সেগুলো সবই মনে গেঁথে আছে লিখলে ঘণ্টার পর ঘণ্টা লেখা যাবে, আমি তো মাত্র একটি ক্লাসের ২০ শতাংশ আলোচনা করলাম সেখানে সে রাইটিং কোনো বিষয় বাদ রাখেনি প্রত্যেকটি বিষয়ের ওপর নিখুঁত ভাবে ক্লাস নিয়েছেন। এবং প্রত্যেকটা ক্লাসেরই সময় - সীমা ১:৪০-২:৩০ মিনিটের মতোই ছিল, কখনো কখনো স্যার আমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে, সব কিছু মিলিয়ে ৩ ঘন্টা ও সময় দিয়েছেন। (৯ টা থেকে ১২ টাও অতিক্রম করেছে বেশির ভাগ সময়েই, যারা লাইভ ক্লাস করেছে তারা সকলেই জানার কথা)।
তারপর আসি বাড়ির কাজের কথায় , আমি সাধারণত বাড়ির কাজ ফাঁকি দেওয়া পাবলিক। কিন্তু এই অনলাইন একটা কোর্স এ আমি সকল বাড়ির কাজ-ই করেছিলাম আনন্দ সহকারে। শুধু একটা Essay কলেজে পরীক্ষা থাকার কারণে লিখে জমা দিতে পারিনি তাই সে আরেকটা argumentary Essay লিখতে দিয়েছিলো বিষয় ছিল এটা, যে আমি কেন সেদিনের বাড়ির কাজ সময়ের মধ্যে জমা দিতে পারিনি আমার পক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে, হ্যা এটাই শামীম স্যারের অনলাইন কোর্স। এই কোর্স এ আমি প্রায় ৪ টা Essay লিখে জমা দিয়েছি, এছাড়াও আরো অনেক বাড়ির কাজ ও ছিল যেমন একটা নিদিষ্ট বিষয় দিয়ে দিতো সেটার ওপরে টপিক সেন্টেন্স লিখে দেওয়া আরো অনেক কিছুই।
অনেকের জন্যই হয়তো লেখাটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে কিন্তু আরো অনেক কিছু লেখার ছিল।এটা আসলে সম্পূর্ণ লিখে শেষ করা যাবে না প্রত্যেকটা ক্লাসেই আমি এত নতুন জিনিস শিখেছি তা বলে শেষ করতে পারবো না। আমি এইখানে আমার মাত্র দশ শতাংশ অভিজ্ঞতা বা মনের কথা ব্যক্ত করলাম শামীম স্যারের সাথে এই যাত্রা নিয়ে আরো ও অনেক কিছু বলার ছিল। মাত্র ১৫৯৯ টাকা খরচ করে এতো লাভ হবে আশা করেনি, যদি আসলেই ইংরেজি লিখতে - শিখতে বা নতুন কিছু জানতে চান জীবনে একবার হলেও শামীম স্যারের এই রাইটিং কোর্স টি করবেন। যদি সবগুলো লাইভ ক্লাস ও তার বাড়ির কাজ সব ঠিকভাবে করার পর ও যদি মনে হয়, যে আপনার বিশাল লোকসান হয়েছে কোর্স টি এই টাকা দিয়ে করে তাহলে আমার আইডি তে এসে ইছামত গালি দিয়ে ও রিপোর্ট ও মেরে যেতে পারবেন কোনো বাধা নেই।
স্যার অসংখ্য ধন্যবাদ এতো নতুন কিছু জানানো ও শেখানোর জন্য এবং একজন বই প্রেমী হিসেবে স্বাভাবিকভাবেই অপেক্ষায় থাকি একজন নির্ভরশীল মানুষের কাছ থেকে ভালো বইয়ের সাজেশনের, যেকোনো বিষয়ের বই নিয়েই আপনি সেই সাজেশন দিয়েছেন এবং যখন যেই বিষয়েই প্রশ্ন করেছি আপনি বিরক্ত বোধ করেননি সেটার উত্তর দিয়েছেন। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো, ভালো থাকবেন স্যার।
Md Biplob Hossain Bipi
November 8, 2023আমি প্রায় ৪ বছর ধরে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদের আমার নিজের কোচিং-এ ইংরেজি পড়াই।এর মধ্যে আমার মনে হলো কিভাবে আরও সহজ , সাবলীল এবং নির্ভুল ভাবে বাচ্চাদের শুধু সাবজেক্ট নয় , ভাষা হিসেবে কিভাবে ইংরেজি শেখানো যায় সেইসকল মেথড জানা বা নিজেকে ব্রাশ-আপ করা দরকার।সিদ্ধান্ত নিলাম শামীম ভাইয়ের ফাউন্ডেশন-ইংলিশ কোর্স করার এবং এখন নিয়মিত ক্লাস করতেছি। এখন ইংরেজি শেখানোর যে নানা ধরনের মেথড আমার আগে জানা ছিল সেগুলো নিছক ভুল পদ্ধতি মনে হয়। এতো দারুণ আনন্দদায়ক ভাবেও যে ইংরেজি শেখানো যায়! আগে জানা ছিল না।
আমি সিদ্ধান্ত নিয়েছি এর পরে রাইটিং ব্যাচেও ক্লাস করার। আরেকটা কথা না বল্লেই নয় , অনেক কোর্স কেনার পরেও ক্লাসে নিয়মিত থাকা অনেক কস্টের হয়ে যায় , বোরিং লাগে কিন্তু শামীম ভাইয়ের ক্লাসে কোন ক্লান্তি আসে না।
আমি আমার ছাত্রছাত্রীদের কে উনার কোর্স রেফার করি যারা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। এই ব্যাচেও আমার সাথে আমার দুইজন ডিরেক্টর স্টুডেন্ট ক্লাস করে। তারাও আপনার পড়ানোর স্টাইলে সন্তুষ্ট।
Take a bow❤️❤️
Md Razu Islam
July 4, 2024প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি! বাংলাদেশের প্রেক্ষাপটে রাইটিং কোর্সটি নাম মাত্র টাকায় এক কথায় অসাধারণ ও কল্পনাতীত। সিলেক্টেড টপিকের বাহিরে যা পেয়েছি সেটা র কথা কি আর বলবো! (Actual understanding with philosophy, Psychology) সত্যি বলতে, কোর্সটি করতে না পারলে সব অজান্তেই থেকে যেত। সামনের কোর্স গুলোতে নিজেকে যুক্ত রাখার ইচ্ছা আছে।
মজার ব্যাপার হলো, এটিই আমার অনলাইন শেষ করা প্রথম কোনো সফল কোর্স।
Highly Recommend
Shameem Hossen bhai is a masterpiece! Thanks a lot bhai❤️