Foundation English
কোর্সটি কাদের জন্য: বিসিএস, ব্যাংক কিংবা প্রাইমারি স্কুল টিচার এক্সাম দিবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী কিংবা এইচ এসসি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য।
Are you interested in boosting your English Grammar and Writing skills with our exclusive courses?
ভাষা মানব সমাজের সৃজনশীলতার সর্বোচ্চ বহি:প্রকাশ। দর্শন কিংবা গণিত তাও এক অর্থে সবিশেষ বিচারে ভাষা’ই। তাহলে ভাষা শিক্ষা কি জটিল প্রক্রিয়া? খুব জটিল বা সহজ বলা যায় না।
মানবসমাজ জন্মগতভাবে ভাষা শেখার রিসিপটিভ স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহন করে, যার ফলে সে অটোম্যাটিক কোনো সমাজের ভাষা আত্মস্থ করে ফেলে। কিন্তু ওই স্থানে থাকা অন্য প্রাণী কিন্তু পারে না। কারণ আগেই বলেছি, মানুষের ভেতর এই ভাষা গ্রহণের মালমশলা আগে থেকেই মজুদ থাকে।তাই নতুন কোনো ভাষা শেখা তার কাছে বেশ সহজ যদি সে তার প্রথম শেখা ভাষার সাথে বাকি ভাষাগুলোর তুলনামূলক স্ট্রাকচার বুঝে ফেলতে পারে।
আর শব্দ? সে তো হাজার বছরের ঐতিহাসিক বিবর্তনের ফল। তাই শব্দের ভেতরে থাকে কোনো ভাষাগোষ্ঠীর হাজার বছরের সংস্কৃতি, চিন্তা কিংবা কনটেক্সটের প্রতিফলন। যদিও শব্দ সবসময় সত্য নয় , কারণ আমরা যা ভাবি, ঠিক তাই তাই কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করি না, বরং স্ব নিয়ন্ত্রিত একটা সেন্সরশিপ আরোপ করে তারপর আমরা ভাষাতে রূপান্তর করি। সুতরাং, ভাষা মনের ভাব প্রকাশ ও করে , মনের ভাব লুকাতেও সাহায্য করে।
তার মানে কোনো ভাষা শিখতে গেলে আপনাকে সেখানকার মানুষদের আচার , ব্যবহার ও সমাজ জানাটা অতীব জরুরি। যার ফলে ভাষাটা একটা কনটেক্সটের মধ্যে চলে আসবে। তখনই তা শেখাটা সহজ হবে।
এসব নানা বিষয় মাথায় রেখে, কোচিং নয় আবার কোচিং এরকম একটি পদ্ধতিতে আমরা এই প্লাটফর্মটি তৈরি করেছি, ৬ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে আমাদের কোর্সগুলো করে ফেলেছেন। আমি ঠিক কোর্স গুলোকে ইংরেজি শিক্ষার কোর্স বলি না, এগুলো বলা যেতে পারে ভাষা চিন্তা কিংবা ভাষা দর্শনের কোর্স, কিভাবে জমাটবদ্ধ একটা ভাষা খুলে খুলে পড়ে আপনার সামনে আর তা সরল হয়ে ওঠে আদতে সেটা জানানোই বোধহয় আমাদের অভিসন্ধি।